“জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫”-এর অংশ হিসেবে মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই সোমবার স্বাস্থ্য বিভাগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান। তিনি বলেন,
“আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমাদের অত্র জনগোষ্ঠীকে সরকারি নির্দেশনা অনুযায়ী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। এই আয়োজনের মূল লক্ষ্য হলো—জুলাই মাসে আত্মত্যাগকারী মহান ব্যক্তিদের স্মরণ করা এবং সেই উপলক্ষে দেশের প্রতিটি অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।”
তিনি আরও বলেন, “সুশৃঙ্খলভাবে ধৈর্যের সাথে চিকিৎসা সেবা গ্রহণ করলেই আমরা সবাই মিলে এ উদ্যোগকে সফল করে তুলতে পারি।”
এই আয়োজনে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের একটি দল বিভিন্ন রোগের রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন। দিনভর চলা এ ক্যাম্পে দূর-দূরান্ত থেকে নানা বয়সী অসংখ্য মানুষ চিকিৎসা নিতে আসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সহ-সভাপতি মাহমুদুন্নবী ডাবলুসহ প্রেস ও প্রিন্ট মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।
রোগীদের সন্তোষ প্রকাশ
ফ্রি চিকিৎসা ও ওষুধ পেয়ে দূরদূরান্ত থেকে আসা রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের অনেকেই জানান, বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়া তাদের জন্য আশীর্বাদস্বরূপ।
একজন রোগী বলেন,
“অন্য জায়গায় গেলে অনেক টাকা খরচ হতো, কিন্তু এখানে ডাক্তাররা ভালোভাবে দেখেছেন, ওষুধও দিয়েছেন। আমরা খুবই উপকৃত হয়েছি।”
আরেকজন নারী রোগী জানান,
“আমরা গ্রাম থেকে এসেছি। এমন আয়োজনে আসতে পেরে ভালো লাগছে। স্বাস্থ্যকর্মীরা আন্তরিকভাবে সেবা দিয়েছেন।”
বিভিন্ন বয়সের রোগীরা বলেন, শুধু ওষুধ নয়, ডাক্তারদের আন্তরিকতা ও আচরণে তারা সন্তুষ্ট। অনেকেই আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজন করা হলে সাধারণ মানুষ উপকার পাবে।