দৈনিক ইনকিলাবের শরীয়তপুর জেলা সংবাদদাতা মেহেদী হাসানেরছোট চাচা শরীয়তপুর সদর উপজেলার পশ্চিম চররোসুন্দী গ্রামের সৌদি আরব প্রবাসী নয়ন খানের ঘরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার (২৪ জুলাই) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীসূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী নয়ন খানের স্ত্রী রুবিনা খানম এক ছেলে নিয়ে শরীয়তপুর জেলা সদরে ভাড়া বাসায় বসবাস করেন। সেই সুযোগ বুধবার দিবাগত গভীর রাতে শরীয়তপুর সদর উপজেলার পশ্চিম চররোসুন্দী গ্রামের সৌদি আরব প্রবাসী নয়ন খানের ঘরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। চোরেরা পাকা ভবনের সম্মুখের দরজার তিনটি তালা ভেঙ্গে ঘরে ঢুকে আলমারীর তালা ভেঙ্গে ২৬ ভরি স্বর্নলংকার, দুটি মোবাইল ফোন, নগদ ১ লাখ টাকা, ২ হাজার ৮ শ` সৌদি রিয়ালসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এসময় ওই ঘরে কেউ ছিল না। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী রুবিনা খানম বলেন, আমার স্বামী দীর্ঘ ২০ বছর যাবত সৌদি আরব থাকেন, আমি ছেলেকে ভালোভাবে পড়াশুনা করানোর জন্য শরীয়তপুর জেলা সদরে ভাড়া বাসায় থাকি। বাড়িতে পাকা ভবন, তাই নিরাপদ ভেবে স্বর্নলংকার সব বাড়িতে রেখেছিলাম। খালি ঘর পেয়ে চোর আমার সবকিছু নিয়ে গেছে।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো: হেলাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।