পিরোজপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের সিটিআই ইউনিট। গ্রেফতারকৃতরা হলেন মো: আব্দুস সোবহান আকন (৫০) এবং রাহেলা বেগম (৪২)।
সোমবার (২১ জুলাই ২০২৫ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ০৬:১০ ঘটিকায় দারুসসালাম থানাধীন শশ্মানঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায় গত ২৮ মে ২০২৫ খ্রি. গ্রেফতারকৃত আসামিরাসহ এজাহার নামীয় অপর আসামিরা লোহার রড ও লোহার শাবল দিয়ে আঘাত করে নৃশংসভাবে রোকেয়া বেগম নামক এক মহিলাকে হত্যা করে । এ ঘটনায় নিহতের মেয়ে নাসরিন আক্তার বাদি হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে কাউখালী থানার অধিযাচনের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যকস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।