শোক সংবাদ মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের ঐতিহ্যবাহী সিকদার পরিবারে জন্মগ্রহণ করেন হাসমত আলী শিকদার। তিনি গফুর শিকদারের পুত্র ও ফুল জান বেবির চার নম্বর অর্থাৎ নোয়া সন্তান হিসেবে ৯ আগস্ট ১৯৪৫ সালে এই পৃথিবীতে পা রাখেন। গতকাল রাত ১২টায় ঢাকার বিজিবি হাসপাতালে আইসিউতে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর সংবাদে পরিবার ও সদ্য পরিচিত সকলের মধ্যে শোকের ছায়া নেমে আসে।হাসমত শিকদার ছিলেন পাঁচ ভাইয়ের মধ্যে একজন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনিই একমাত্র জীবিত ছিলেন; গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন—ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর জীবনে দুই মেয়ে, তিন ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ সকালে সিকদারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।হাসমত শিকদার ছিলেন একজন অত্যন্ত ভালো মানুষ, যিনি তাঁর পরিবার ও সমাজে অনেকের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করেছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী শুক্রবার দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হবে। সকলে তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করছেন।