মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ার্দার স্বর্ণালী ওরফে রিয়া জোয়ার্দারের বিরুদ্ধে ঢাকায় অবস্থান করে সরকারবিরোধী নানা তৎপরতায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে তিনি রাজনৈতিক কর্মসূচি ও আর্থিক সহায়তা প্রদানসহ নানাবিধ গোপন কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।
বিশ্বস্ত সূত্র জানায়, রিয়া জোয়ার্দার বর্তমানে পলাতক রয়েছেন এবং সরকারের স্থিতিশীলতা নষ্ট করতে একটি সিন্ডিকেটের মাধ্যমে ঢাকায় তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে মাগুরা ও ঢাকার বিভিন্ন থানায় প্রতারণা, মাদক ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, তিনি ক্ষমতাসীন দলের পলাতক সাবেক সাংসদ সাইফুজ্জামান শেখরের ঘনিষ্ঠ হিসেবে দীর্ঘদিন প্রভাব খাটিয়ে আসছিলেন। শ্রীপুর থানায় তার বিরুদ্ধে সেনাবাহিনীতে চাকরির প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা রয়েছে। এছাড়া যাত্রাবাড়ী থানায় ২০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় তার নাম আসামি হিসেবে উল্লেখ আছে।
অভিযোগ রয়েছে, রাজধানীর গুলশান ও ভাটারা থানা এলাকায় তিনি একটি চক্রের মাধ্যমে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে অর্থ আদায় করতেন। এ চক্রে শরীফুল জোয়ার্দার, ফাহিমা আক্তার, তাপস বিশ্বাস ও খলিল মৃধার নামও উঠে এসেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতিমধ্যে এসব বিষয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।
তবে এ বিষয়ে জানতে চাইলে গুলশান বিভাগের ডিসি তারেক মাহমুদ বলেন, “আলোচিত এই ব্যক্তির বিরুদ্ধে তথ্য যাচাই ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”