২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় মহম্মদপুর উপজেলার পেঁয়াজচাষিদের মাঝে বিতরণ করা হয়েছে আধুনিক এয়ার ফ্লো মেশিন। পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষকদের হাতে এই মেশিন তুলে দেওয়ায় খুশি চাষিরা, যা তাদের অর্থনৈতিক স্বচ্ছলতার নতুন দ্বার খুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মহম্মদপুরের উদ্যোগে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমিট, যশোরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন একই সংস্থার এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার কৃষিবিদ কে এম জসীম উদ্দিন এবং মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান।
কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিতরণ করা এয়ার ফ্লো মেশিন আধুনিক প্রযুক্তির একটি দৃষ্টান্ত, যা পেঁয়াজের পচন রোধ করে দীর্ঘ সময় সংরক্ষণে সহায়তা করবে। ফলে কৃষকরা মৌসুম শেষে সঠিক সময়ে পেঁয়াজ বাজারজাত করতে পারবেন এবং ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
উপস্থিত কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এই প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। পেঁয়াজ সংরক্ষণের সঠিক ব্যবস্থা পেলে আমাদের উৎপাদন আরও লাভজনক হবে।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও কৃষকদের সহায়তায় এমন প্রযুক্তিনির্ভর কর্মসূচি অব্যাহত থাকবে।