ঢাকা, ৪ জুলাই ২০২৫ খ্রি.গত ১ জুলাই ২০২৫ খ্রি. সন্ধ্যা অনুমান ০৬.২৫ ঘটিকার সময় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কেন্দ্রীয় ঔষধাগারের প্রধান গেটের উত্তর পার্শ্বে যাত্রী ছাউনির সামনে সংঘটিত মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নগদ অর্থ ডাকাতির ঘটনায় আরও ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা হলো:
১) মোঃ আব্দুল্লাহ আল মামুন(২৫)
২) মোঃ আরিয়ান(১৯)
৩) মোঃ সাব্বির হোসেন(২০)
৪) মোঃ জাহিদুল ইসলাম সোহাগ(২৫) ৫) মোঃ জয়(২৩) এবং ৬) মোঃ বিজয়(২০)। গ্রেফতারকৃতদের হেফাজত হতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত নগদ ১,৩০,৫০০(এক লক্ষ ত্রিশ হাজার পাঁচ শত) সৌদি রিয়াল এবং ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিবি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ডিবি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার যৌথ দল রাজধানীর গ্রীন রোড, ভোলার চরফ্যাশন এবং কিশোরগঞ্জের নিকলী এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত ঘটনার সাথে জড়িত এই ছয়জনকে গ্রেফতার করে।
উল্লেখ্য, ইতোপূর্বে এই ঘটনার সাথে জড়িত আরও সাতজনকে গ্রেফতার করে ডিবি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
এ নিয়ে উক্ত ডাকাতির ঘটনায় লুণ্ঠিত প্রায় চারলক্ষ সৌদি রিয়াল ও ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলসহ মোট তেরজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।