দৃশ্যটি দেখে মনে হতে পারে সদরঘাটের কোন এক চিত্র কিন্তু না এটা আমাদের মধুমতির চরপাচুরিয়া ও আরমাঝির মাঝে গ্রাস করে খাচ্ছে বালু খেকোরা একসাথে একাধিক ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে মধুমতি থেকে।
মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ধ্বংসের মুখে পড়েছে নদীপাড়ের বসতবাড়ি, আবাদি জমি ও জনজীবন। বিশেষ করে মহম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকায় দিনে-রাতে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছে একটি প্রভাবশালী চক্র।
ফলে নদীর পাড়ে বসবাসকারী সাধারণ মানুষ হারাচ্ছে তাদের ভিটেমাটি। অনেকের ঘরবাড়ি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কৃষিজমি ভেঙে পড়ছে নদীতে, ফলে হুমকির মুখে পড়েছে ফসল উৎপাদনও।
স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসনের চোখের আড়ালে এই তৎপরতা চললেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে নদীভাঙন ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।
তাদের দাবি, অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।