ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের ‘মাসিক কল্যাণ সভা মে/২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ জুন ২০২৫ খ্রি.) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার কল্যাণ সভায় উপস্থিত ফোর্সদের সমস্যার কথা শুনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়াও মে, ২০২৫ খ্রি. মাসে মাঠ পর্যায়ে ভাল কাজের জন্য অফিসার ও ফোর্সদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
কল্যাণ সভায় ট্রাফিক-ও মতিঝিল বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।