যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও সাতক্ষীরা যুবলীগের সহ সম্পাদক জিএম ওয়াহিদ পারভেজসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেফতারকৃত অপর দুইজন হলো- সাগর বিশ্বাস (২৫) ও মো. আপন (২০)।
বুধবার (২৫ জুন ২০২৫ খ্রি.) মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, গত ২২ ও ২৩ জুন রাজধানীর মিরপুরের বিভিন্ন স্থানে সরকার বিরোধী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয় গ্রেফতারকৃত জিএম ওয়াহিদ পারভেজ। আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিটিটিসির একটি চৌকস টিম।