এবার আসুন দেখা যাক, মিডিয়া ট্রায়ালটা কেমন…
মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে সদর উপজেলার ভিটাসাইর এলাকা থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।
মাগুরা আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর মো. সাফিন সাংবাদিকদের জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, আবু তাহের সবুজ সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে।
এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে- মেজর সাফিনের বক্তব্য পুরোপুরি হাসিনা আমলের বিকারগ্রস্ত ভাতের হোটেলের ডিবি হারুন ও এসবি প্রধান মনিরুজ্জামানের বক্তব্যের মতোই রগরগে নাটকের সংলাপ!
এরপর যমুনা টেলিভিশনের নিউজের বক্তব্য- — এর আগেও তার বাড়িতে অভিযান চালিয়ে কিছু মাদক উদ্ধার করা হয়। পূর্ববর্তী অভিযানে ক্ষুব্ধ হয়ে সবুজ একটি বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করছিল এবং এজন্য কিছু লোক ভাড়া করেছিল বলেও তথ্য ছিল।
এরপর, মাগুরা আর্মি ক্যাম্প এবং সদর থানা পুলিশের যৌথ এ অভিযানে সবুজের বাড়ি থেকে একটি দেশীয় পিস্তল, এক রাউন্ড গুলি, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি রামদা উদ্ধার করা হয়।
এবার আসুন নাটকের শেষ সংলাপে- উদ্ধারকৃত পিস্তল ও গুলি বাড়ির সীমানাপ্রাচীরের উপরে একটি লাল ব্যাগে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে বলেও জানিয়েছে সেনাবাহিনী!!
সংগ্রামী সহযোদ্ধা সহকর্মীসহ শহীদ জিয়ার আদর্শের সংগ্রামী সৈনিকদের বিনীত অনুরোধ, আপনারা এসব মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে একযোগে সোচ্চার হউন! তা নাহলে আজ যেভাবে সবুজ ভাইয়ের বাউন্ডারি ওয়ালের উপর অস্ত্র, গুলি ও ইয়াবা রেখে তার সামাজিক মর্যাদা ও রাজনৈতিক ভবিষ্যত ধূলিসাৎ করার অপচেষ্টা চালানো হয়েছে, আগামীকাল আমি আপনিও সেভাবেই হেনস্তা ও নির্যাতনের শিকার হবেন।
মিথ্যা অপবাদ দিয়ে মাগুরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের ভাইকে গ্রেফতার করে তার শারীরিক, সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন করায় যৌথ বাহিনী ও হলুদ সাংবাদিকদের এমন হীন প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি! অনতি বিলম্বে, সবুজ ভাইয়ের নিঃশর্ত মুক্তি দাবি করছি!