ব্রাহ্মণবাড়িয়ার জেলা রেলওয়ে স্টেশন থেকে ৩৩ টি আসন বিশিষ্ট ১৩ টি আন্তঃনগর ট্রেনের টিকিট,মোবাইল ও নগদ টাকাসহ এক কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
সোমবার (২৩ জুন) রাত সোয়া একটায় আখাউড়া রেলওয়ে থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ মৌড়াইল এলাকার মো.আব্দুল জলিলের ছেলে মো.খায়রুল এনাম (৩৭)।
রেলওয়ে পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই সুব্রত বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের মোট ৩৭ টি আসন বিশিষ্ট ১৩ টি টিকিট এবং টিকিট বিক্রির নগদ ৬ হাজার পাঁচ শত টাকা ও একটি মোবাইলসহ তাকে আটক করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. শফিকুল ইসলাম বলেন, আটক খায়রুল এনামের বিরুদ্ধে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে,তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।