আজ ২৩ জুন ২০২৫, সোমবার – বাংলাদেশের শিশু-কিশোরদের নৈতিকতা, নেতৃত্ব ও শৃঙ্খলা গঠনের লক্ষ্যে বাংলাদেশ স্কাউটসের প্রাথমিক গণশিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় মহামারি পরবর্তী সময়েও প্রাণবন্তভাবে উদযাপিত হলো "কাব কার্নিভাল ২০২৫"।
দিনব্যাপী এই ব্যতিক্রমধর্মী উৎসব অনুষ্ঠিত হয় সরকারি আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়, মহম্মদপুর, মাগুরা প্রাঙ্গণে।
শ্লোগান ছিল: “চলো আনন্দে মাতি, কাব কার্নিভালে একসাথে হাঁটি”।
উদ্বোধনী বক্তব্যে জানানো হয়, সারাদেশে একযোগে অনুষ্ঠিত এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
প্রধান অতিথির বক্তব্য:
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহিনুর আক্তার। তিনি বলেন—> “স্কাউট আন্দোলন শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি জীবনদর্শন। শৈশবে নেতৃত্ব ও নৈতিকতা বিকাশের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ. কে. এম. নাসিরুল ইসলাম, যিনি বলেন,
“শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে স্কাউটিংয়ের কার্যক্রম দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করে।”
মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি জনাব আজিজুর রহমান টুটুল,
যিনি দীর্ঘদিন ধরে শিক্ষাবান্ধব ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।
বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্কাউট নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীগণ।
বর্ণাঢ্য কার্যক্রম:
দিনব্যাপী অনুষ্ঠানে শিশু স্কাউটরা অংশ নেয় নানা সৃজনশীল ও মজার কার্যক্রমে।
বিশেষ আকর্ষণ ছিল:
শপথ গ্রহণ
তির নিক্ষেপ
টার্গেট হিট
বালতিতে বল ছোঁড়া
মাছ শিকার প্রতিযোগিতা
আইন বৃত্ত রিং ছোড়া
এবং সর্বশেষে তাঁবু জলসা–এর মাধ্যমে ছিল জমকালো সমাপনী আয়োজন।
সম্মাননা ও সমাপ্তি:
শেষ পর্বে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কাব স্কাউটদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ।
এ সময় মুখে মুখে ছিল হাসি, চোখেমুখে আনন্দের ঝিলিক, আর ক্যামেরাবন্দী গ্রুপ ছবিতে ধরা পড়ে একাত্মতার এক অনন্য মুহূর্ত।
📍 আয়োজক: বাংলাদেশ স্কাউটস, মহম্মদপুর উপজেলা, মাগুরা।
📍 স্থান: সরকারি আর.এস.কে.এইচ. ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়, মহম্মদপুর, মাগুরা।
📍 তারিখ: ২৩ জুন, ২০২৫