প্রেস কনফারেন্স বলেন,আমি মোঃ ইউনুস বিশ্বাস, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মহমম্মদপুর ব্যাপারীপাড়া বসবাস করি। ২০২৪ জুলাই আগস্ট গনঅভূথাণে ৪ আগস্ট এই আওয়ামীলীগ সন্ত্রাসীদের গুলিতে আমার সন্তান মোঃ আহাদ বিশ্বাস শহীদ হয়।
দীর্ঘ ১১ মাস পর দুঃখ ভারাক্রান্ত, হৃদয়ে সাংবাদিকদের ও বাংলাদেশের সর্ব সাধারণকে বলতে চাই সামাজিক একটি গেঞ্জামকে কেন্দ্র করে পুলিশি হয়রানির মাধ্যমে আমার চাচাতো ছোট ভাই আকাশকে যুগান্তর পত্রিকা মাগুরা জেলা প্রতিনিধী আবু বাশার আকন্দ আমার চাচাতো ভাই আকাশকে ছাত্রলীগ উপাধি দিয়ে নিউজ করে। কিন্তু ৪ই আগষ্ট আমার ছোট ভাই আকাশ আমার সন্তান আহাদ যখন গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পরে ওকে আরও কয়েকজনের সহোযোগীতার শহীদ আহাদকে কাধে করে নিয়ে আসে। গনতন্ত্রের মুক্তির জন্য আমার সন্তান শহীদ হইলো আর এখন আমার পরিবারের সদস্যকে আজ ছাত্রলীগ বানিয়ে সৈরাচার হাসিনার মতো এখনও মিথ্যা অপপ্রচার চালিয়ে দিচ্ছে। তাই যে সকল মিডিয়া আমার পরিবারের সদস্যকে যে আওয়ামীলীগের তকমা লাগাতে চাচ্ছেন, তাদের প্রতি ঘৃণা ভরে এই মজলুম, পরিবারের সংবাদ সম্মেলোন। আমার চাচাতো ভাই আকাশ এর পূর্বের ছাত্রদলের রাজনৈতিক ইতিহাস ও ভিডিও ফুটেজ দেওয়া হলো।
সর্বশেষ বলতে চাই আমার চাচাতো ভাই আকাশ একজন ছাত্রদল কর্মী।