প্রেসক্লাব মহম্মদপুর-এর নবনির্বাচিত সভাপতি মো: আজিজুর রহমান টুটুল এবং সাধারণ সস্পাদক মো: মাসুদ রানা দায়িত্বভার গ্রহণ করেছেন।
প্রেসক্লাব মহম্মদপুর-এর অস্থায়ী কাযালয়ে শুক্রবার সন্ধ্যায় (১৩ জুন) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে দায়িত্বভার অর্পণ করে নির্বাচন পরিচালনা কমিটি।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক শপথবাক্য পাঠের মধ্যদিয়ে দায়িত্বভার গ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো: মিজানুর রহমান মিজান।
সভায় বক্তব্যে দেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস আর এ হান্নান, মেহেদী হাসান পলাশ ও আশিকুর রহমান লিটন। বক্তাগণ নব নির্বিচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানান। একই সাথে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী অত্যন্ত সততা, নিষ্ঠা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
দায়িত্ত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মো: আজিজুর রহমান টুটুল এবং সাধারণ সস্পাদক মো: মাসুদ রানা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। আধুনিক ও স্মার্ট প্রেসক্লাব গঠনে তারা প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।এসময় প্রেসক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ, প্রেসক্লাব মহম্মদপুর-এর দ্বি-বার্ষিক নির্বাচন গত ৪ জুন বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।