নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজ বাড়ীতে এসে প্রতিপক্ষের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন ৪ জন
শুক্রবার(১৩ জুন)সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মাহমুদ সিদ্দিক তৌকির(১৭)গুরুতর আহত হয়। মাথায় আঘাত প্রাপ্ত হওয়ায় তার অবস্থা এখন আশংকাজনক।
জানা যায়,দীর্ঘদিন যাবৎ সুরুজ গং ও মুকুল গং এই দুই পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিল। তারই সুত্রধরে শুক্রবার সকালে সুরুজ গংরা মুকুল এর বড় ভাই আবু বকর সিদ্দিক এর বাড়ীতে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের লোকেরা হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দ্বারা নিরস্ত্র মাহমুদ সিদ্দিক তৌকির(১৭) ও মেহেদী হাসান সজিব এর মাথায় আঘাত করে। তাদের অবস্থা এখন আশংকাজনক। এছাড়াও প্রতিপক্ষের হামলার স্বীকার হয়েছেন ক্যান্সারে আক্রান্ত আবু বকর সিদ্দিক,ফরিদ মিয়া-সহ আরো কয়েকজন
আহত হয়েছেন। তারা সবাই মনোহরদী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মাহমুদ সিদ্দিক তৌকির এর অবস্থা খুবই আশংকাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
এ বিষয়ে গণ-মাধ্যমের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে ভুক্তভোগীর পরিবার।