নরসিংদীতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩জুন মঙ্গলবার বিকালে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে নানা ধরণের দূর্যোগ পরবর্তী পরিস্থিতি যাতে সহজে আয়ত্তে আনা যায় সেই বিষয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসেন নানা ধরণের অসঙ্গতি, পর্যাপ্ত ম্যানহোল না থাকায় জলাবন্ধতা দূরাবস্থার সৃষ্টি, তড়িৎ নৌযান প্রস্তুতি, যাতায়াত ব্যবস্থাপনায় উন্নতি,বজ্র নিরোধক দন্ড স্থাপনসহ পর্যাপ্ত খাবার-ঔষধ তৈরি করণ ও নানা ধরণের দুর্যোগ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়।
আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো. ইউনুস মিয়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের শামসুজ্জামান, অতিরিক্ত পলিশ সুপার কলিমুল্লাহ, নরসিংদী ফায়ার স্টেশন কর্মকর্তা মো. রায়হান, নরসিংদী সদরের পি আই ও মনিরুল ইলসাম, রায়পুরা উপজেলা পি আই ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দুর্যোগ ও ত্রাণ ব্যাবস্থাপনার সদস্য ভিপি জলিল, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ ব্যাবস্থাপনার সদস্য জেলা মহিলা দলের সভাপতি এড. উম্মে সালমা মায়া, দুর্যোগ ও ত্রাণ ব্যাবস্থাপনার সদস্য বাস-ট্রাক পরিবহণ মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, জেলা তাতিঁদলের সভাপতি হুমায়ন কবীর কামাল, জেলা জাসাস এর সভাপতি সারুয়ার হোসেন জন্টু,
। সভাপতির বক্তব্যে নরসিংদী জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী বলেন, দূর্যোগ পূর্ববর্তী কার্যক্রম শুরু করতে হবে। দূর্যোগের পরে সিন্ধান্ত নিয়ে কাজ করবে এমনটা নয়। আমরা পূর্ব হতেই প্রস্তুতি নিয়ে রাখবো। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ; পর্যাপ্ত খাবার ও ঔষধ সরবরাহ রাখার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করে রাখা হবে। ত্রাণ সামগ্রী-শুকনো খাবারসহ সব কিছুই রেডি রাখা হবে।