শরীয়তপুরের কৃতিসন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী, সাবেক ছাত্রনেতা, সংগীত শিল্পী ঋআজ মোর্শেদ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মূখ্য সমন্বয়ক মনোনীত হয়েছেন। শনিবার (১৭ মে) রাতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত সাক্ষরিত এক পত্রে তথ্য নিশ্চিত হওয়া গেছে৷
ওই পত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে কেন্দ্রীয় সদস্য ঋআজ মোর্শেদকে যুগ্ম মূখ্য সমন্বয়ক পদে নিযুক্ত করা হয়েছে।
এদিকে, ঋআজ মোর্শেদ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সমন্বয়ক নির্বাচিত হওয়ায়
নির্বাচিত হওয়ায় দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ শুভকাঙ্খীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, ঋআজ মোর্শেদ ছোটবেলা থেকেই পারিবারিকভাবে মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন।