আজ ১২-০৫-২০২৫ খ্রি. সোমবার, বেলা ১১:০০ ঘটিকায় বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে ট্রাফিক তেজগাঁও বিভাগের পক্ষ থেকে একটি অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও বিভাগ) জনাব মোঃ রফিকুল ইসলাম মহোদয় ।
অভিযানকালে রাস্তার উপর অবৈধভাবে পার্কিং করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একাধিক যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এর ফলে সাধারণ জনগণের চলাচলে স্বাভাবিকতা ফিরে আসে এবং সংশ্লিষ্ট চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।