নওগাঁর ধামইরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ১০ টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোছা. জেসমিন আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ ওয়াজেদ আলী, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল হক, কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ অভিজিৎ কুমার কুন্ডু, খাদ্য নিয়ন্ত্রক মামুন উর রশীদ, মৎস্য অফিসার আইয়ুব আলী, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, তথ্য অফিসার ইসকিতা আফরিন, পৌর মুখ্য নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, থানার প্রতিনিধি এস আই ফিরোজ হোসেন প্রমূখ। ইউএনও জেসমিন আক্তার ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত ও এজিওদের মাধ্যমে গ্রাম পর্যায়ে সচেতনতা ও অসহায়-দরীদ্র মানুষদের বিনামূল্যে আইন সহায়তা গ্রহন করতে বিভিন্ন ফোরামে আলোচনার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।