ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫ খ্রি.বনানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আরো একজনকে গ্রেফতার করেছে ডিএমপির বনানী থানা পুলিশ । গ্রেফতারকৃত হলো মোঃ মাহাথির হাসান (২০)। মাহাথির পারভেজ হত্যা মামলার তিন নম্বর এজাহারনামীয় আসামি।
বুধবার (২৩ এপ্রিল ২০২৫ খ্রি.) সকালে চট্টগ্রামের হালিশহর থানাধীন আজাদ টাওয়ার, রোড নং-০১, লেন-০৪, এল ব্লক এর বাসা থেকে হালিশহর থানা পুলিশের সহযোগিতায় মাহাথিরকে গ্রেফতার করা হয়।
বনানী থানা সূত্রে জানা যায়, পারভেজ হত্যা মামলার পরপরই ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ২১ এপ্রিল ২০২৫ খ্রি. রাত আনুমানিক ১২:১৫ ঘটিকায় মহাখালী ওয়ারলেস গেট এলাকাসহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ আল কামাল শেখ ওরফে কামাল (১৯) ২। আলভী হোসেন জুনায়েদ (১৯) ও ৩। আল আমিন সানি (১৯) নামের তিনজনকে গ্রেফতার করা হয়েছিলো। মাহাথিরসহ পারভেজ হত্যা মামলায় এ নিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হলো।