রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে আব্দুল কাদির ওরফে মানিক হত্যা মামলায় উত্তরখান থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।
৪ এপ্রিল ২০২৫ আনুমানিক ১১:০০ ঘটিকার দিকে উত্তরখান থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৪ তারিখ উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় রড সিমেন্ট দোকানের কর্মচারী আব্দুল কাদির ওরফে মানিক বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী রাহিমা আক্তার বাদী হয়ে গত ২৬ আগস্ট ২০২৪ তারিখে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে উত্তরখান থানা এলাকা থেকে মামলার অন্যতম এজাহারনামীয় আসামি আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর বৈষম্যবিরোধী আন্দোলন দমনে প্রত্যক্ষভাবে জড়িত ও আন্দোলন দমনে অর্থ যোগানদাতা ছিল।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।