1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ছাত্রদলের কর্মী- দিদারুল ইসলাম ও সাইফুল ইসলামের নেতৃত্বে স্বৈরাচারের দোসর অভিনেতা সিদ্দিকুর কে রমনা থানায় সোপর্দ নড়িয়ায় বিজেপির কেন্দ্রীয় নেতা জসিমের ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ব্যতিত সড়ক সংস্কার সম্ভব না ধামইরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন শরীয়তপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নান্টু, সাধারণ সম্পাদক রাজা মহম্মদপুরে বিক্ষোভ মিছিল সুন্দর জীবন গড়তে হলে মাদক ছাড়তে হবে তেজগাঁওয়ে বোবা রফিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল হত্যাকারী সাদ্দামকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ সরকারি কর্মকর্তাকে ফাঁদে ফেলে জোরপূর্বক চাঁদা আদায়; দুর্ধর্ষ চক্রের চার সদস্য গ্রেফতার ও ১৫ লক্ষাধিক টাকা উদ্ধার করেছে ডিএমপি গত সাত দিনে ডিবির ঝটিকা মিছিল বিরোধী অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ৫৬ নেতা-কর্মী গ্রেফতার

আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের কর্মীদের দক্ষতা উন্নয়ণে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩১ Time View

ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর পরিচালিত ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বাস্তবায়িত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প (ইউপিএইচসিএসডিপি)-২য় পর্যায়, পিএ-৩ হতে কর্মীদের দক্ষতা উন্নয়নে কর্মীদের দক্ষতা উন্নয়ণে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত ২২-২৫ ফেব্রূয়ারী রাজধানীর হাজারীবাগে অবস্থিত নগর মাতৃসদনে ৩টি বিষয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘রিফ্রেশার ট্রেনিং অন হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসটেম (এইচএমআইএস), ইনফেকশন প্রিভেনশন এ্যান্ড মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট, জেন্ডার মেইনস্ট্রিমিং থ্রে ইক্যূইটি এন্ড এমপাওয়ারমেন্ট এ্যন্ড পিএসএইচইএ বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২য় পর্যায়ের প্রকল্প পরিচালক খোন্দকার মোঃ নাজমুল হুদা শামিম (যুগ্মসচিব)। এসময় তিনি বলেন, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২য় পর্যায়ের মাধ্যমে সিটি কর্পোরেশন ও পৌরসভার আরবান এরিয়ার জনগন স্বাস্থ্যসেবা গ্রহণ করছে। প্রকল্পের হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসটেম (এইচএমআইএস) কে আরো কার্যকরি করতে জাতীয় পরিচয়পত্র নাম্বার নথিভুক্ত করার বিষয়ে পরামর্শ দেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক মো.নুরূল হুদা।

কর্মমালায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউপিএইচসিএসডিপি-২য় পর্যায়, ডিএসসিসি, পিএ-৩, ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রূবাইয়া। সেশন পরিচালনা করেন ইউপিএইচসিএসডিপি-২য় পর্যায়ের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের সিনিয়র প্রোগ্রাম অফিসার (এমআইএস) মো: শফিউল আহছান, সিনিয়র প্রোগ্রাম অফিসার (রিপ্রোডাকটিভ হেলথ) ডা. ফারহানা হোসেন, হীপস বাংলাদেশের আইসিটি স্পেশালিস্ট কাজী শহিদুল ইসলাম, পিএমইউ’র সিনিয়র মনিটরিং এ্যান্ড এভুলেশন অফিসার ডা. শারমিন নাহার, স্পেশালিস্ট ফিজিশিয়ান (গাইনী এ্যান্ড অবস) ডা. রেহানা সরদার এবং ক্লিনিক ম্যানেজার ডা. ইশরাত শারমিন।

উক্ত প্রশিক্ষন কর্মশালায় ক্লিনিক ম্যানেজার এডমিন এ্যান্ড ফিন্যান্স, এমআইএস অফিসার, ফিজিশিয়ান, মেডিকেল অফিসার, কাউন্সিলর, এডমিনিসট্রেশন এ্যাসিসটেন্ট, প্যারামেডিক, সুপারভাইজার, এফডাব্লিইভি ও নার্স পদের কর্মীরা অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং