নওগাঁর ধামইরহাটে ভোক্তাদের মাঝে টিসিবি'র পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় পৌরসভার অন্তর্গত বেলির মোড়ে টিসিবি'র দোকানে তালিকাভুক্ত ভোক্তাদের মাঝে পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। তালিকাভুক্ত ১ হাজার ৮৭৬ জন ভোক্তার মাঝে প্রতি কেজি চিনি ৭০ টাকা, ছোলা বুট ৬০ টাকা, মসুর ডাল ৬০ টাকা, সয়াবিন তেল ১০০ টাকা, চাল প্রতি কেজি ৩০ টাকা দরে প্রত্যেক কার্ডের অনুক‚লে ২কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা বুট, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল বরাদ্দ করা হয়। ইউএনও মো. মোস্তাফিজুর রহমান বলেন,‘পবিত্র রমজান মাস উপলক্ষে রোজার তৃতীয় সপ্তাহে সদাশয় সরকারের নির্দেশনা মোতাবেক ভোক্তাদের আরও একটি অতিরিক্ত বরাদ্দ দেয়াা হবে।’ তিনি টিসিবি বিতরণকারী ডিলার জাহিদ হোসেনকে সুষ্ঠুভাবে পণ্য বিতরণের নির্দেশনা প্রদান করেন।