নরসিংদীর মনোহরদীতে ভোক্ত অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার(২০ জানুয়ারি)দুপুরে উপজেলার শেখের বাজারে "ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের " সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান এর নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না লটকিয়ে রাখাতে, অস্বাস্থ্যকর পরিবেশের খাদ্য সংরক্ষণ করাতে,বেশি ওজনের মিষ্টির কার্টুনে পণ্য সরবরাহ করার জন্য সংরক্ষণ করিয়া রাখাতে "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর" ৩৮,৪৩,৪৬ ধারায় দুইজন মিষ্টি ব্যবসায়ীকে ৫০০০/টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় অভিযান সহযোগিতায় ছিলেন,স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহনেওয়াজ এবং মোঃমোবারক হোসেনসহ নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ সদস্যবৃন্দ।