বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র মো. আশিকুর রহমানকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। আশিক রহমান (২৬) নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সন্তোষপাড়া গ্রামের আব্দুর রশিদ মন্ডলের ছেলে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সদর দফতরে অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস, সহকারী পরিচালক, সুবেদার মেজর, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
উল্লেখ্য, গত ০৩ আগস্ট ২০২৪ তারিখে ছাত্র আন্দোলনে ডান চোখে আঘাতপ্রাপ্ত হয়ে চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং বাম চোখে এখনো স্প্রিন্টার ঢুকে থাকার কারণে অস্পষ্ট দেখে। আহত ছাত্রকে চিকিৎসা বাবদ অনুদান প্রদান করা হয়েছে।
বিজিবি জানায় এ রকম মহতী কার্যক্রম পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক সর্বদা অব্যাহত থাকবে। যে কোন সংকটময় মুহুর্তে ছাত্র-জনতাসহ সাধারণ মানুষের পাশে ১৪ বিজিবি নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে থাকবে ।