আদাবর থানার অধীন “ইয়াবা সোহাগ” ডাল সোসাইটি ৫ নং রোডের মুখে তার নিজের দোকান এবং ওই এলাকায় সে আরো ৮/১০ টি দোকান বসিয়ে চাঁদা তোলে ও গোটা এলাকা নিয়ন্ত্রণ করে।
এছাড়াও সে সিয়া মসজিদের ডাল সোসাইটির ৫ নং রোডের মুখে মেইন রোড দখল করে রাস্তার মধ্যেই চুলা বসিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার হোটেল পরিচালনা করে।
সোসাইটির ৭ নং রোড হইতে সিয়া মসজিদের মোড় হয়ে জাপান গার্ডেন এর গেট পযন্ত ফুটপাতের সকল দোকান থেকে সে নির্দিষ্ট হরে চাঁদা তোলে ও প্রকাশ্যে দিনে দুপুরে চাপাতি নিয়ে মহড়া দেযা এবং ইয়াবা বিক্রি করে। সোহাগ ডাল সোসাইটি এলাকার আতংক। এ বিষয় স্থানীয় প্রশাসনের কোন পদক্ষেপ নাই।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আদাবর থানার ওসি জাকারিয়ার সাথে যোগাযোগ করা হইলে মোবাইল ফোন বা whatsappsকোন নাম্বারে রিসিভ করা নাই।