মাগুরার জেলের মহম্মদপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই আগস্টে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে (২৬-১১-২৪ মঙ্গলবার) এক স্মরণ সভা অনুষ্ঠিত হয় এ সময় নিহত ও আহতদের পরিবার থেকে বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরা হয়
স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা উপজেলা বিএনপি’র সদস্য সচিব আকতারুজ্জামান উপজেলা যুব দলের আহবায়ক তারিকুল ইসলাম তারা, শহীদ আহাদ ও সুমনের বাবা ও মা মহম্মদপুর সদর ওয়াডের সদস্য ইয়াকুব আলী বিশ্বাস, কলেজ ছাত্রদলের আহবায় সাকিল সরদার প্রমুখ।