নরসিংদীর মনোহরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩ নভেম্বর) মনোহরদী উপজেলা৬ সেচ্ছাসেবী পরিষদ এর আয়োজনে উপজেলার হাতিরদিয়া সৈয়দেরগাঁও গ্রামে প্রতিষ্ঠিত সেচ্ছাসেবী সংগঠন আল-হেরা ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক,মোহাম্মদ শফিকুল ইসলাম।
একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুক এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,সৈয়দেরগাঁও মোল্লা বাড়ী বায়তুল আহকাম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি,আবু বকর ছিবলী(মারুফ)।
মনোহরদী উপজেলা সেচ্ছাসেবী পরিষদ এর পরিচালক সদস্য ও আবাবিল যুব সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক,মো.আল-মমিন হোসাইন সচিব এর পৃষ্ঠপোষকতায়,আল-হেরা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান লিমন এর সার্বিক তত্বাবধানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা সেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর সাধারণ সম্পাদক,শেখ রাসেল মাহমুদ,সৈয়দেরগাঁও মোল্লা বাড়ী বায়তুল আহকাম জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি,ডা.মো.ফায়েজ উল্লাহ্ মোল্লা,একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার,মো.আসাদুজ্জামান আসাদ,নোয়াদিয়া উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক,মো.আমান উল্লাহ্ মোল্লা,র্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলে কর্মরত,মো.ইকবাল হোসেন মোল্লা,দিদার এগ্রো এন্ড পোল্ট্রি ফার্মের প্রোপ্রাইটর,মো.বাশির মোল্লা প্রমূখ।
উক্ত মেডিকেল ক্যাম্পে দুইজন বিশেষজ্ঞ ডাক্তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনামূল্যে সর্বসাধারণের চিকিৎসা সেবা প্রদান করেন।
বক্তারা তাদের বক্তব্যে এ ধরনের সেবামূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং মনোহরদী উপজেলা সেচ্ছাসেবী পরিষদ,আল-হেরা ফাউন্ডেশন এবং আবাবিল যুব সংঘেরসহ সকল সেচ্ছাসেবী সংগঠনের ভূয়সী প্রশংসা ও৬ উত্তরোত্তর সফলতা কামনা করেন।
গণমাধ্যমকে রোগীরা জানান,আমরা গ্রামের খেঁটে খাওয়া মানুষ,এত টাকা দিয়ে শহরে গিয়ে আমাদের পক্ষে চিকিৎসা করানো সম্ভব না।
তাঁদের এ উদ্যোগে আমরা সাধুবাদ জানাই এবং অন্তর থেকে আমরা তাদের জন্যে দোয়া কামনা করছি,তারা যেন সবসময় জনহিতকর কাজগুলো করে যেতে পারে।