রাজধানীর উত্তরা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপ গান উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পলিশ।
গতকাল শুক্রবার (১৫ নভেম্বর ২০২৪ খ্রি.) সকাল ১০:৪৫ ঘটিকায় উত্তরা ০৪ নং সেক্টরের ২১ নং রোডের একটি ড্রেন থেকে পাইপ গানটি উদ্ধার করা হয়।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, উত্তরা কল্যাণ সমিতির লোকজন উত্তরা ০৪ নং সেক্টরের ২১ নং রোডের একটি ড্রেন শ্রমিক দ্বারা পরিষ্কার করছিলো। এসময় শ্রমিকরা ড্রেনের কাদার ভেতর অস্ত্র সদৃশ বস্তু দেখতে পেয়ে উত্তরা পূর্ব থানার মোবাইল টিমকে সংবাদ দেয়। পরে উত্তরা পূর্ব থানার মোবাইল টিম সকাল ১০: ৪৫ ঘটিকায় ড্রেন থেকে দেশীয় পাইপ গানটি উদ্ধার করে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।