নরসিংদীর মনোহরদীতে অবস্থিত মনতলা সিনিয়র ফাজিল(ডিগ্রী)মাদ্রাসা পরিদর্শন করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক
আজ শনিবার(৯ নভেম্বর)বিকালে নরসিংদীর মনোহরদীতে অবস্থিত মনতলা সিনিয়র ফাজিল(ডিগ্রি)মাদ্রাসা পরিদর্শন করেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নরসিংদীর কৃতি সন্তান ড.শাহনওয়াজ দিলরুবা খান।
এসময় অত্র মাদ্রাসার অধ্যক্ষ সহ উপজেলার অন্যান্য মাদ্রাসার অধ্যক্ষগণ মহাপরিচালক কে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে অত্র মাদ্রাসার অফিস কক্ষে অধ্যক্ষ মাওঃমোঃবাকিউল ইসলাম এর সভাপতিত্বে শিক্ষক-কর্মচারীদের সাথে তিনি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
উক্ত মতবিনিময় সভায় মনোহরদী উপজেলার অন্যান্য মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মাদ্রাসার সুন্দর অবকাঠামো দেখে অধ্যক্ষের ভূয়সী প্রশংসা করেন এবং যে কোন প্রয়োজনে পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।