আজ সোমবার (০৪ নভেম্বর ২০২৪) রাত ১২:০৫ ঘটিকায় ভাটারা থানার প্রগতি সরণিতে অবস্থিত গান বাংলা টেলিভিশন এর কার্যালয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে ডিবির সহায়তায় গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কৌশিক হোসেন তাপস বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র- জনতার উপর হামলার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়েরকৃত একটি মামলার এজাহারনামীয় আসামি। গত ১৮ জুলাই, ২০২৪ তারিখে উত্তরা পূর্ব থানাধীন চার নম্বর সেক্টরে অবস্থিত আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ইশতিয়াক মাহমুদ গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ভিকটিম ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে গত ২৯ অক্টোবর ২০২৪ তারিখ উত্তরা পূর্ব থানায় একটি মামলা রুজু করেন। কৌশিক হোসেন তাপস এই মামলার এজাহারনামীয় আসামি।
থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার (০৪ নভেম্বর ২০২৪) রাত ১২:০৫ ঘটিকায় ভাটারা থানার প্রগতি সরণির গান বাংলা টেলিভিশন এর কার্যালয়ে ডিবির সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।