বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পিকআপ গাড়ি চালক ইয়াছিন আহমেদ রাজ হত্যা মামলায় বংশাল ৩৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তানভীর (২৪) ও ৩৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন রাফিকে (২৬) গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।
গতকাল রবিবার (২৭ অক্টোবর ২০২৪ খ্রি.) দিবাগত রাত ১:১৫ টার দিকে বংশাল থানার আগা সাদেক রোডের বাংলাদেশ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
বংশাল থানা সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে পিকআপ গাড়ি চালক ইয়াছিন আহমেদ রাজ হত্যার ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখে ভিকটিমের মা সাহিদা বেগম বংশাল থানায় একটি হত্যা মামলা রুজু করেন। সেই হত্যা মামলায় গ্রেফতারকৃত তানভীর ও আল আমিন তদন্তে প্রাপ্ত আসামি।
থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে তানভীর ও আল আমিনকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।