চুরি-ছিনতাই প্রতিরোধ, পারিবারিক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে কামরাঙ্গীরচরের বিভিন্ন স্টেকহোল্ডারগণের সথে Law and Order Coordination Committe (LOCC) সভা অনুষ্ঠিত হয়েছে।
কামরাঙ্গীরচর থানার উদ্যোগে গত মঙ্গলবার (২৮ মে ২০২৪ খ্রি.) দুপুরে রসুলপুরের মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম কমিউনিটি সেন্টারে আইনশৃঙ্খলা সম্পর্কিত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মাহবুব-ইজ-জামান পিপিএম। বিশেষ অতিথি ছিলেন লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুজয় সরকার ও সহকারী পুলিশ কমিশনার মো: ইমরান হোসেন মোল্লা পিপিএম। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (কামরাঙ্গীরচর থানা) মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম।
আইনশৃঙ্খলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মাহবুব-উজ-জামান পিপিএম বলেন, কামরাঙ্গীরচর এলাকা বেশ জনবহুল, প্রায় ২০ লক্ষাধিক লোকের বসবাস। অপরাধ দমনে থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সর্বদা প্রস্তুত রয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সর্বাত্মকভাবে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।
সভার বিশেষ অতিথি লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো: ইমরান হোসেন মোল্লা পিপিএম ডিএমপি নিউজ জানান, আইন-শৃঙ্খলা সম্পর্কিত এ সভায় স্থিতিশীল আইনশৃঙ্খলা নিশ্চিতকরণে সকল ধরণের চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর অপরাধ, অবৈধ মাদকদ্রব্য কারবার, সামাজিক ও পারিবারিক অপরাধ নিয়ন্ত্রণ, ভেজাল খাদ্যদ্রব্য ও কসমেটিক্স উৎপাদন ও বিক্রয় থেকে বিরত থাকা, মাস্ক ও ক্যাপ পরিহিত অপরিচিত কেউ ঘোরাফেরা করলে জিজ্ঞাসাবাদ করা ও প্রয়োজনে পুলিশের সহযোগিতা গ্রহণ, অগ্নিদুর্ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধকরণ, চুরি-ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বাসা-বাড়ি, মার্কেট, ক্রসিং ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ফুটপাতে ভ্রাম্যমান দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টি না করা, পারিবারিক মূল্যবোধ ত্বরান্বিত করাসহ সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশকে সার্বিক সহযোগিতা করা ইত্যাদি বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
সমন্বিত পদক্ষেপের মাধ্যমে আইনশৃঙ্খলা সুনিশ্চিতকরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করত: সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সমন্বয় সভা সমাপ্ত করা হয়।
সভায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা, র্যাব, ডিপিডিসি, হাসপাতাল, ফায়ার স্টেশন, পিডব্লিউডি, ওয়ার্ড কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ব্যাংক কর্মকর্তাসহ রসুলপুর দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।