আজ সোমবার (২৫ ডিসেম্বর) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন উপলক্ষে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন,ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম-বার, পিপিএম।
গতকাল রাতে রাজধানীর কাকরাইলে অবস্থিত সেন্ট মেরী’স ক্যাথেড্রাল চার্চে বড়দিনের সার্বিক নিরাপত্তা সম্পর্কে সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) উপস্থিত ছিলেন।
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, শুভ বড়দিন উপলক্ষে প্রার্থনা ও উৎসব শুরু হয়েছে। এজন্য সারাদেশের সকল গির্জাতে ২৫ ডিসেম্বর ও তৎপরবর্তী যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকল অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের সকল ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ উল্লেখ করে আইজিপি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে বসবাস করি এবং এই সাম্প্রদায়িক সম্প্রীতি দিন দিন আরও দৃঢ়তর হচ্ছে। খ্রিস্টান ধর্মীয় ভাই-বোনরা প্রতিটি অনুষ্ঠান যাতে যথাযথ ধর্মীয় ভাবগাম্বীর্যের সাথে সব জায়গাতে উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করতে পারে এজন্য পুলিশ প্রশাসন সবসময় তাদের পাশে আছে।
আসন্ন নির্বাচনকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় যে দায়িত্ব পালন করা দরকার পুলিশ তা পালন করছে। যেখানে যে ঘটনা সংঘটিত হচ্ছে, সেই ঘটনার সাথে জড়িত যারা আছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কেউ যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্প্রতি ট্রেনে নাশকতার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আইজিপি বলেন, নাশকতা প্রতিরোধে ট্রেনের বিভিন্ন কম্পার্টমেন্টে বিদ্যমান সিসি ক্যামেরার বাইরেও ইতোমধ্যে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া যে কোনো জায়গা থেকে মোবাইলের মাধ্যমে মনিটরিং করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং স্টেশনে আইপি ক্যামেরা স্থাপন চলমান রয়েছে। যা এক সপ্তাহের মধ্যে শেষ হবে।
এ সময় বাংলাদেশ পুলিশসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।