1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ছাত্রদলের কর্মী- দিদারুল ইসলাম ও সাইফুল ইসলামের নেতৃত্বে স্বৈরাচারের দোসর অভিনেতা সিদ্দিকুর কে রমনা থানায় সোপর্দ নড়িয়ায় বিজেপির কেন্দ্রীয় নেতা জসিমের ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ব্যতিত সড়ক সংস্কার সম্ভব না ধামইরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন শরীয়তপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নান্টু, সাধারণ সম্পাদক রাজা মহম্মদপুরে বিক্ষোভ মিছিল সুন্দর জীবন গড়তে হলে মাদক ছাড়তে হবে তেজগাঁওয়ে বোবা রফিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল হত্যাকারী সাদ্দামকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ সরকারি কর্মকর্তাকে ফাঁদে ফেলে জোরপূর্বক চাঁদা আদায়; দুর্ধর্ষ চক্রের চার সদস্য গ্রেফতার ও ১৫ লক্ষাধিক টাকা উদ্ধার করেছে ডিএমপি গত সাত দিনে ডিবির ঝটিকা মিছিল বিরোধী অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ৫৬ নেতা-কর্মী গ্রেফতার

আগামীকাল মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আছাদুজ্জামান এমপি’র ৩০তম মৃত্যুবার্ষিকী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৭ Time View

আগামীকাল ২৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য আছাদুজ্জামানের ৩০তম মৃত্যুবার্ষিকী।
তিনি মাগুরা থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি তিনি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় পার্লামেন্টারী বোর্ডের সচিব।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু জানান, দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আগামীকাল সোমবার সকালে শহরের ভায়না পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারতসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে স্মরণ সভা, দোয়া মাহফিল ও শহীদ সৈয়দ আতরআলী গণগ্রন্থাগার মিলনায়তনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এছাড়া তার নিজ গ্রাম মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের তৎকালীন মাগুরা মহকুমা সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহবায়ক ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি পুর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের এমপি নির্বাচিত হন। এছাড়া মাগুরা-২ আসন থেকে ১৯৭৯, ১৯৮৬ এবং ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি শ্রেষ্ঠ তরুণ পার্লামেন্টারিয়ান হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যু হয়। ১৯৩৫ সালের ১১ নভেম্বর মাগুরার মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
১৯৫৪ সালে ছাত্রজীবনে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬১ সালে তিনি মাগুরা বারে আইনজীবী হিসেবে যোগদান করেন। ১৯৬২’র ছাত্র আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংস্পর্শে আসেন। ১৯৬৫ সালে তিনি মাগুরা মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং