রামপুরার তিতাস রোডের একটি বাসায় চুরির ঘটনায় স্বর্ণালংকার উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ সৈয়কত হোসেন।
এজাহারের বরাত দিয়ে রামপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান পিপিএম (বার) জানান, গত ৯ নভেম্বর রাতে রামপুরার তিতাস রোডের একটি বাসা থেকে বেশকিছু স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় বাসা মালিকের অভিযোগের প্রেক্ষিতে ১০ নভেম্বর একটি চুরি মামলা রুজু হয়।
তিনি বলেন, মামলা রুজুর পর থেকেই বিভিন্ন গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে শনিবার তিতাস রোডের তার বাসা থেকে সৈয়কতকে গ্রেফতার করা হয়। সৈয়কতের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসার শয়ন কক্ষের খাটের নিচ থেকে ওই বাসা থেকে চুরি হওয়া সোনার ২টি হাসলি হার, ২ জোড়া কানের দুল, ১ জোরা বল দুল, ১টি আংটি, নগদ ৬৩ হাজার ৫০০ টাকা এবং চুরির কাজে ব্যবহৃত ২টি ডুব্লিকেট চাবি ও ১টি ছোট স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।
ডিএমপির রামপুরা থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে এক দিনের পুলিশী জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।