বিশেষ-প্রতিনিধি:
রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে দস্যুতার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ফেরদৌস রহমান টিটু ও মোঃ তানভীর সোহাগ মিয়া। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে দুইটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ জানান, শনিবার রাত ৮:৫৫ টায় সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতদের শাহবাগ থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।