রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্মমভাবে পিটিয়ে আহত করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ডিএমপির উপ-কমিশনারকে (অপারেশনস) কমিটির প্রধান করা হয়েছে। বাকি দুইজন সদস্য হলেন- ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-মতিঝিল বিভাগ)।