বিশেষ-প্রতিনিধি:
রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ৪,৪০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ জলিলুর রহমান ওরফে দুলাল ।
গতকাল সোমাবার (২১ আগস্ট ২০২৩ খ্রি.) রাত ৮:৪০টায় খিলগাঁও থানার খিলগাঁও রেল গেট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ আলম মোঃ আখতারুল ইসলাম পিপিএম,জানান, খিলগাঁও রেল গেট এলাকার বাটার দোকানের সামনে একজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুলালকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত দুলাল কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় বিক্রি করতো।
খিলগাঁও থানায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলেও জানান এই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা।