বিশেষ-প্রতিনিধি:
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৫২০ গ্রাম গাঁজা, ৭৫টি ইয়াবা বড়িসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) সকাল থেকে শনিবার (১৯ আগস্ট) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. আশিক হাওলাদার (১৯), মো. জয় হাওলাদার (২০), মিলন শেখ (১৯), মো. হেলাল শেখ (২৭) ও মো. সোহেল রানা ওরফে উজ্জ্বল শেখ (২৭)।
তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।